বাহানাগার ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর কেটেছে প্রায় মাস দুয়েক। প্রথমবার দুর্ঘটনার কারণ নিয়ে মুখ রেল মন্ত্রক।
তিনটি ট্রেনের সংঘর্ষে মুহূর্তে শ্মশানের চেহারা নিয়ছিল বাহানাগা। ৩০০ জনের প্রাণহানি হয়েছে। রেলওয়ে সেফটি কমিশনারের তদন্ত রিপোর্ট উল্লেখ করে রেল মন্ত্রকের তরফ থেকে জানানো হল, সিগন্যালের সমস্যার জেরেই সেই রাতে দুর্ঘটনার কবলে পড়েছিল তিনটি ট্রেন। রাজ্যসভায় এই কারণ জানতে চেয়েছিলেন সাংসদ জন ব্রিট্টাস।
Odisha Train Accident: করমণ্ডল ট্রেন দুর্ঘটনা, গ্রেফতার ৩ রেলকর্মী
সিগন্যালিং সার্কিটে সমস্যা হয়। ফলে যে লাইনে ট্রেন দাঁড়িয়ে ছিল, সেই লাইনে লালের বদলে সবুজ সঙ্কেত দেখানো হয়। স্বাভাবিক ভাবেই ওই লাইনে ঢুকে পড়ে যাত্রীবাহী ট্রেনটি। তার জেরেই দুর্ঘটনা।