ওড়িশায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা (Coromondal Express Accident)। ক্ষতিপূরণের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ (Railway Union Minister)। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রেল। আহতদের পরিবার ক্ষতিপূরণ হিসেবে পাবে ২ লক্ষ টাকা। দুর্ঘটনায় যাদের আঘাত অল্প, তাঁদেরকেও ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে রেল।
শুক্রবার ওড়িশার বালেশ্বরের কাছে শালিমার-করমন্ডল এক্সপ্রেসের সঙ্গে একটি পন্যবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ইতিমধ্যেই ৫০। আরও বাড়তে পারে মৃতের সংখ্যা। আহতের সংখ্যা ১৭৯ জন ছাড়িয়েছে।
আরও পড়ুন: বালেশ্বরে ট্রেন দুর্ঘটনা, হাওড়া থেকে বাতিল দক্ষিণভারত ও ওড়িশাগামী সব ট্রেন
ট্রেন দুর্ঘটনার পরই টুইট করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ। তিনি লেখেন, "ওড়িশার ট্রেন দুর্ঘটনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। মৃতদের পরিবারকে সমবেদনা। ভুবনেশ্বর ও কলকাতা থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌছেছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য সরকারের টিম যৌথভাবে কাজ করেছে। বায়ুসেনাকেও খবর দেওয়া হয়েছে। উদ্ধারের জন্য আমরা সব রকম চেষ্টা করব।"