Maharashtra Income Tax raid: বরযাত্রীর বেশে আয়কর কর্তারা এলেন, উদ্ধার করা হল ৩৯০ কোটি টাকার সম্পদ

Updated : Aug 19, 2022 18:14
|
Editorji News Desk

পুরো যেন সিনেমার দৃশ্য! দীর্ঘদিন ধরে আয়কর ফাঁকি দিয়ে আসছিল ইস্পাত, পোশাক ও রিয়েল এস্টেটের দুই ব্যবসায়ী গোষ্ঠী। তাদের ফাঁদে ফেলতেই বরযাত্রীর বেশে এলেন আয়কর আধিকারিকরা! সাজানো হল ১২০টা গাড়ি! সেই গাড়িগুলিতে সাঁটানো পোস্টার 'রাহুল ওয়েডস অঞ্জলি'। দেখলে কে বুঝবে, এর পিছনে রয়েছে এত বড় ছক! তবে আশার কথা একটাই। এই বলিউডি স্টাইলে অভিযান চালানো বৃথা যায়নি! দারুণভাবে সফল হয়েছেন মহারাষ্ট্রের আয়কর বিভাগের কর্তারা।

উদ্ধার হয়েছে প্রায় ৩৯০ কোটি টাকা! যার মধ্যে রয়েছে ৫৬ কোটি টাকার নগদ, ৩২ কেজি সোনা এবং ১৪ কোটি টাকা মূল্যের মুক্তো ও হিরে। এছাড়াও প্রচুর ডিজিটাল ডেটা-সহ অন্যান্য সম্পত্তির নথিও বাজেয়াপ্ত করা হয়েছে। নগদ টাকা গুনতেও লেগে গিয়েছিল ১৩ ঘণ্টার বেশি সময়। 

এই অভিযানের জন্য আয়কর বিভাগের মোট ২৬০ কর্মকর্তার সমন্বয়ে মোট পাঁচটি দল গঠন করা হয়েছিল। মুম্বই, পুনে, নাসিক এবং ঔরঙ্গাবাদের কমিশনার পর্যায়ের কর্মকর্তারাও অভিযানে অংশ নেন। প্রত্যেকেই ছিলেন বরযাত্রীর বেশে। অভিযানের জন্য মোট ১২০টি যানবাহন ব্যবহার করা হয়েছিল।

অভিযানের বিষয়ে যাতে কেউ টের না পায়, সেই কারণে যানবাহনগুলিকেও এমনভাবে সাজানো হয়েছিল যেন তারা কোনও বরযাত্রীর অংশ। যানবাহনগুলির গায়ে ‘রাহুল ওয়েডস অঞ্জলি’ এবং ‘দুলহন হাম লে জায়েঙ্গে’ লেখা পোস্টার ছিল।

জানা গিয়েছে, গত ৩ অগস্ট জালনার ১০ থেকে ১২টি জায়গায় হানা দিয়েছিলেন আয়কর বিভাগের কর্তারা। কোনওভাবে জানাজানি হয়ে গেলেই ওই প্রভাবশালী দুই গোষ্ঠী প্রমাণ লোপাট করে দিতে পারত। তাই এই অভিযানের বিষয়ে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করা হয়েছিল। এমনকি, বিভাগের অন্যান্য কর্মকর্তাদেরও বলা হয়নি যে সংশ্লিষ্ট কর্মকর্তারা কোথায় যাচ্ছেন।

MaharahstraIncome Taxraid

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক