সরকারি বাংলো তিনি ছেড়ে দেবেন। কালবিলম্ব না করে লোকসভার সচিবালয়ে চিঠি পাঠালেন ওয়ানাডের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী। সোমবার অবিলম্বে তাঁকে সরকারি বাংলো খালি করার নির্দেশ দিয়েছিল লোকসভার হাউজিং কমিটি। ২০০৪ সাল থেকে নয়াদিল্লির তুঘলক লেনের বাংলোতেই থাকেন কংগ্রেস নেতা। এবার দীর্ঘদিনের সেই বাংলো ছাড়তে হবে রাহুল গান্ধীকে।
গত সপ্তাহের শুক্রবার খারিজ হয় রাহুলের সাংসদ পদ। আদালতের নির্দেশ পেতেই তৎপর হয় সচিবালয়। লোকসভার স্পিকার ওম বিড়লার নির্দেশে এই সিদ্ধান্ত নেন তাঁরা। বৃহস্পতিবার সুরাট আদালতের রায়ের পরেই রাহুলের সদস্যপদ খারিজের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। মোদী পদবি নিয়ে রাহুলের মন্তব্যের জেরে তাঁকে সাজা ঘোষণা করেছিল আদালত। শুক্রবার ওয়ানাডের কংগ্রেসে সাংসদের সদস্যপদ খারিজ হয়ে যায়। তবে ২ বছরের জেলের সাজা থেকে জামিনে মুক্তি পেয়েছেন রাজীব-পুত্র।
আরও পড়ুন- Nadia Smuggling News: বাংলাদেশে বাঘছাল পাচারের ছক, নদিয়া সীমান্তে পুলিশি হানায় পলাতক দুষ্কৃতীরা