নতুন সংসদ ভবনের উদ্বোধন কোথায় হল ? দেখে তো মনে হল প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর রাজ্যাভিষেক হল। রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন ঘিয়ে বিজেপি এবং প্রধানমন্ত্রীকে কটাক্ষ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। টুইট করে রাহুলের অভিযোগ, সংসদ মানুষের গলার স্বর মেলায়। কিন্তু প্রধানমন্ত্রী তো গোটা ঘটনাকে নিজের রাজ্যাভিষেকের মতো করে আয়োজন করেছিলেন। এই অনুষ্ঠানে যোগ দেয়নি তৃণমূল-সহ বাকি বিরোধীরা।
আগেই ঠিক হয়ে গিয়েছিল, রবিবারের এই অনুষ্ঠান বয়কট করবেন বিরোধীরা। বিজেপির দাবি, তাতে কিছু যায় আসনি। ১৪০ কোটি ভারতবাসী দেখছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একার হাতে কত কী করতে পারেন। দেশবাসী দেখছেন, আত্মনির্ভর ভারতের প্রথম সূর্যোদয়। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপি শাসিত এবং অবিজেপি শাসিত রাজ্যের বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী। সংসদের উদ্বোধনে একদম প্রথম সারিতে দেখা গিয়েছে অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডিকে।
দেশবাসীকে নিজের বার্তার রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ জানিয়েছেন, নতুন সংসদ ভবনের উদ্বোধন ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নিজের বার্তায় রাষ্ট্রপতি জানিয়েছেন, ভারতীয় গণতন্ত্রে আজ নতুন দিন। আর এই ভবনের আধুনিক ভারতের প্রতীক হয়ে থাকবে।