সাংসদ পদ খারিজ হওয়ার পর সরকারি বাংলো ছাড়তে হবে। রাহুল গান্ধীর কাছে এই নিয়ে নোটিস লোকসভার হাউজিং কমিটির। ২০০৪ সাল থেকে নয়া দিল্লির তুঘলক লেনের বাংলোতেই থাকেন কংগ্রেস নেতা। এবার এই বাংলো ছাড়তে হবে রাহুল গান্ধীকে।
সূত্রের খবর, আগামী ২২ এপ্রিলের মধ্যে এই সরকারি বাংলো ছেড়ে দিতে হবে রাহুল গান্ধীকে। মোদী নিয়ে মন্তব্যের জেরে গুজরাতের একটি আদালতে রাহুল গান্ধীর নামে মামলা হয়। সেই মামলায় দোষী সাব্যস্ত হন রাহুল।
২ বছরের জেলের সাজা হলেও জামিন পান রাহুল। কিন্তু সাংসদ পদ খারিজ হয়। এরপরই সোমবার লোকসভার হাউজিং কমিটি রাহুল গান্ধীকে এই নিয়ে নোটিস পাঠায়।