লাদাখে ফের বিস্ফোরক মন্তব্য করলেন রাহুল গান্ধি। চিন সেখানকার জমি কেড়ে নিচ্ছে বলে অভিযোগ করেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, মোদি সরকার সম্পূর্ণ মিথ্যা ভাষণ দিচ্ছেন।
রবিবার প্যাংগং লেকে বাবার জন্ম বার্ষিকী পালন করেন রাহুল গান্ধি। পাশাপাশি সেখানে জনসংযোগও করেন তিনি। সেখানেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন রাহুল।
রাহুলকে বলতে শোনা গিয়েছে, "লাদাখে জমি কেড়ে নিচ্ছে চিন। চিনের সেনাবাহিনী বিভিন্ন এলাকায় ঢুকে পড়েছে। কিন্তু প্রধানমন্ত্রী বলে চলেছেন, এক ইঞ্চি জমিও নিতে পারেনি। একথা সম্পূর্ণ মিথ্যা।"
Read More- রাজীবের পছন্দের জায়গা, প্যাংগংয়ে পিতার জন্মদিন পালন রাহুলের
শনিবারই পিতার জন্মদিন পালন করতে বাইকে চেপে লাদাখে গিয়েছিলেন রাহুল গান্ধি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন। অতীতের স্মৃতিচারনা করে তিনি লেখেন, বিশ্বের অন্যতম সুন্দর জায়গা বলে মনে করতেন রাজীব গান্ধি। সেকারণে বাবার জন্মদিন পালনে প্যাংগং লেকে গিয়েছিলেন তিনি।