দেশের ভিতের উপর আক্রমণ হচ্ছে। বিজেপি ও আরএসএস আক্রমণ করছে। সবাই একসঙ্গে লড়তে প্রস্তুত। পটনায় বিরোধী দলের (Opposition Meet Patna) বৈঠকের পর জানালেন রাহুল গান্ধী (Rahul Gandhi)।
শুক্রবার বৈঠকের পর রাহুল গান্ধী বলেন, "ভারতের ভিত, ভিত্তি, প্রতিষ্ঠান, প্রতিবাদের উপর আক্রমণ করছে বিজেপি ও আরএসএস। এটা চিন্তাধারার লড়াই। সবাই একসঙ্গে লড়ব। আমাদের হয়তো কিছু বিষয় মতপার্থক্য আছে। কিন্তু আমরা ঠিক করেছি, এবার একসঙ্গে চলব। যে চিন্তাধারা আছে, তা রক্ষা করব।"
আরও পড়ুন: লোকসভায় বিজেপির বিরুদ্ধে লড়তে রাজি সব দল, বৈঠক শেষে দাবি নীতিশ কুমারের
মেগা বৈঠকের আগেই কংগ্রেসকে কোনঠাসা করার চেষ্টা করেছিল আপ, তৃণমূল ও সমাজবাদী পার্টি। একাধিক আঞ্চলিক দলগুলি কংগ্রেসের উপর তোপ দেগেছিল। তবে বৈঠকের শেষে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধী, বিরোধী জোটের পাশেই দাঁড়ালেন। বিজেপির বিরুদ্ধে দেশকে সঙ্ঘবদ্ধ হওয়ার বার্তা দিল কংগ্রেস।