সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। সোমবার লোকসভা শুরুর আগে সচিবালয় থেকে এই খবর জানানো হয়েছে। গত সপ্তাহে মোদী পদবি মামলায় রাহুলের শাস্তির উপর স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার ৪৮ ঘণ্টা পরেই রাহুলকে তাঁর সাংসদ পদ ফিরিয়ে দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla)। স্পিকারের সচিবালয় থেকে সোমবার সকালে ওই বিষয়ে নির্দেশ জারি করা হয়েছে।
২০১৯ সালে বেঙ্গালুরুতে প্রচারের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদবি নিয়ে অশ্লীল মন্তব্যের অভিযোগ করা হয়েছিল রাহুল গান্ধীর বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই রাহুলের বিরুদ্ধে দু বছরের জেলের সাজা দিয়েছিল সুরাতের নিম্ন আদালত। তার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট স্থগিতাদের জারি করে। প্রশ্ন করা হয়, কীসের ভিত্তিতে রাহুলের বিরুদ্ধে এই সাজা দেওয়া হয়েছে।
আরও পড়ুন : মোদী পদবি মানহানি মামলায় বড় স্বস্তি রাহুলের, সুরাত আদালতের রায়ে 'সুপ্রিম' স্থগিতাদেশ
সোমবার সাংসদ পদ ফিরে পাওয়ায় মঙ্গলবার থেকে ফের লোকসভার কাজে যোগ দিতে পারবেন এই কংগ্রেস নেতা। মঙ্গলবার থেকেই সংসদে শুরু হচ্ছে মণিপুর নিয়ে অনাস্থা আলোচনা। সেই আলোচনাতেও যোগ দেবেন ওয়াইনাডের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।