সোমবার বিয়ে করলেন এক রাহুল। আর এক রাহুল বিয়ের ইচ্ছা প্রকাশ করলেন। তিনি রাহুল গান্ধী, দেশের মোস্ট এলিজেবল ব্যাচেলার। ৫২ বসন্ত একাই কাটিয়ে ফেললেন সানিয়া পুত্র। একাধিক বার তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া চলেছে মিডিয়ায়। আবার কখনও তিনি নিজের মুখেই জানিয়েছেন ‘জীবনে বিশেষ কেউ নেই’ , অথচ অতীতে সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন তাঁর কেমন পাত্রী পছন্দ।
Saraswati Puja 2023: সরস্বতী পুজোকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছিলেন রবীন্দ্রনাথ ও সুভাষচন্দ্র
এবার ফের তাঁকে একই প্রশ্ন করা হয়, ‘কবে বিয়ে করছেন?’ কোনও রাখঢাক না রেখে রাহুলও সাফ উত্তর দিলেন ‘‘মনের মতো পাত্রী পেলেই বিয়ে করব।’’ পাশাপাশি তাঁর পছন্দের পাত্রী সম্পর্কে ইঙ্গিত দিয়ে রাহুল জানান, ‘‘এক জন ভাল মানুষ হতে হবে। বুদ্ধিমতী কেউ।’’