আসন্ন লোকসভা ভোটে কেরলেই ওয়াইনাড থেকে কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী। ছত্তিশগড়ের রাজনগর থেকে প্রার্থী ভূপেশ বাঘেল। তিরুবনন্তপুরম থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শশী থারুর। আলাপুরা থেকে প্রার্থী হচ্ছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। শুক্রবার নারী দিবসের দিন লোকসভা ভোটের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। কিন্তু ৩৯ জনের মধ্যে নেই উত্তরপ্রদেশ, বাংলা মতো রাজ্যের নাম। ঘোষণা হল না প্রিয়াঙ্কা গান্ধীর নামও।
এদিন সকাল থেকেই কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে জল্পনা চলছিল দিল্লিতে। দেখার বিষয় ছিল এই তালিকায় প্রিয়াঙ্কা গান্ধীর নাম থাকে কীনা। তাঁর নাম প্রথম তালিকায় নেই। এমনকী স্পষ্ট হল না উত্তরপ্রদেশের আমেঠি থেকে রাহুল গান্ধী প্রার্থী হবেন কীনা ?
কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল জানিয়েছেন, কেরল, ছত্তিশগড়, তেলঙ্গনা, ত্রিপুরা, অসম, সিকিম এবং নাগাল্যান্ডের মতো রাজ্যগুলি নিয়েই বৃহস্পতিবার কেন্দ্রীয় নির্বাচন কমিটি আলোচনা করেছে। সোমবার ফের বৈঠকে বসবে এই কমিটি। তারপর ঘোষণা করা হবে দ্বিতীয় তালিকা। প্রথম তালিকায় ৩৯ জনের মধ্যে ২৪ জন রয়েছেন এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘু।