কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পায়ের তলায় যেন সর্ষে ,সম্প্রতি লাদাখ ঘুরে এলেন বাইকে। এবার তামিলনাড়ুর উটিতে অবস্থিত একটি চকোলেট কারখানা ঘুরে দেখার একটি ভিডিয়ো শেয়ার করেছেন। পণ্য ও পরিষেবা কর সম্পর্কে কথোপকথনেও জড়াতে দেখা যায় তাঁকে। এরপর নিজের হাতে চকোলেট বানাতেও চেষ্টা করেন তিনি।
মহিলাদের সাথে কথোপকথনের সময়, কংগ্রেস নেতা কয়েকটি তামিল শব্দ শেখার চেষ্টা করেন। ৭ মিনিটের ভিডিওটিতে দেখা যাচ্ছে রাহুল একটি ছোট মেয়ের অটোগ্রাফ চাইছেন যিনি আসলে রাহুলের কাছে অটোগ্রাফ চেয়েছিলেন।
Mamata Banerjee On Duttapukur Blast : দত্তপুকুরে রাজ্যপাল, ডিজি ও সিপিকে ডেকে তদন্তে গতি চান মমতা
তিনি তাঁর ছোট বোন প্রিয়াঙ্কা গান্ধীর কথাও উল্লেখ করেছেন। রাজনৈতিক মহলের দাবি, ইন্ডিয়া জোটের বৈঠকের আগে নিজেকে হালকা রাখতে চাইছেন কংগ্রেস সাংসদ। তাই কখনও বাইকে চেপে লাদাখ তো কখনও তিনি উড়ে যাচ্ছেন তামিলনাড়ুর উটিতে। এরমধ্যেই শ্রীনগরে মা সোনিয়ার সঙ্গে বেড়াতে দেখা গিয়েছে রাহুলকে।