কখনও মেকানিক, কখনও কুলি...আর এবার হলেন কাঠের মিস্ত্রি । কথা হচ্ছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিয়ে । সম্প্রতি, দিল্লির বড় ফার্নিচারের মার্কেটে ঢুকে পড়েছিলেন রাহুল (Rahul Gandhi ) । সেখানে কাঠের শিল্পীদের সঙ্গে কথা বলেন তিনি । এমনকী, কিছুক্ষণের জন্য কাঠের শিল্পকলায় হাত লাগালেন সনিয়াপুত্রও । জনসংযোগের মাধ্যমে আবারও নজর কাড়লেন রাহুল ।
বৃহস্পতিবার দিল্লির কীর্তিনগরে এশিয়ার সবথেকে বড় ফার্নিচার মার্কেটে যান সনিয়াপুত্র । সেখানে পৌঁছে তিনি কর্মীদের সঙ্গে কথা বলেন । শুধু তাই নয়,সেখানে দাঁড়িয়ে কাজ শেখেন বোঝার চেষ্টা করেন, শেষে নিজের হাতে তুলে নেন করাত । কাঠে চালিয়ে দেন সেই যন্ত্র । এককথায় কাঠের কারিগরদের একজন হয়ে ওঠার চেষ্টা করেন রাহুল ।
আরও পড়ুন, MP News: খুনের প্রত্যক্ষদর্শীকে অর্ধনগ্ন করে বেল্ট দিয়ে মারধর, ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই শুরু তদন্ত
রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে সেসব ছবি শেয়ার করেছেন । লিখেছেন, "আজ আমি কীর্তিনগরে এশিয়ার বৃহত্তম ফার্নিচার মার্কেটে গিয়েছিলাম । সেখানে ছুতোর ভাইদের সঙ্গে দেখা করি । শুধু পরিশ্রমীই নন, তাঁরা ভাল শিল্পীও বটে । নিজেদের হাতের জাদুতে সৌন্দর্যের জন্ম দেয় । অনেকক্ষণ কথা বললাম। তাঁদের কাজ শেখা এবং করার চেষ্টাও করলাম।"