বৃহস্পতিবার মুম্বইয়ে 'ইন্ডিয়া' জোটের বৈঠক (INDIA Alliance) । ইতিমধ্যে বাণিজ্যনগরী পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ (Mamata Banerjee) জোটে শরিক দলের নেতারা । কিন্তু, জোট বৈঠকের আগে দিল্লিতে দেখা করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । ১০ জনপথ অর্থাৎ সনিয়া গান্ধীর বাসভবনে তাঁরা দীর্ঘক্ষণ বৈঠকও করেন । ইন্ডিয়া বৈঠকের আগে, আলাদা করে তৃণমূল ও কংগ্রেসের দুই নেতার এই বৈঠক যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।
কংগ্রেস সূত্রের খবর অনুযায়ী, এদিন ভোর সাড়ে ছ'টার সময় অভিষেক পৌঁছে যান রাহুলের সঙ্গে দেখা করতে। এক ঘণ্টা একান্তে কথা হয় দুই নেতার । তার পরেই রাহুল রওনা দেন বিমানবন্দরের উদ্দেশে ।
জানা গিয়েছে, মোদী বিরোধী রাজনীতি, আগামী লোকসভা ভোটের রণকৌশল, রাজ্যস্তরে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে সম্পর্ক, বোঝাপড়া...ইত্যাদি নিয়ে দু'জনের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয় । দুই নেতার মধ্যে একান্ত বৈঠকের পর, জাতীয় ও রাজ্যস্তরে দুই দলের মধ্যে সমীকরণ, কেমন থাকে, তা দেখার জন্য উৎসুক সকলেই ।