ভগবানের সঙ্গে বসিয়ে দিলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুঝিয়ে দেবেন দেশ ও দুনিয়া কী ভাবে চলছে। দেশ নয়, এবার দেশের বাইরে গিয়েও নরেন্দ্র মোদীকে খোঁচা দিতে ছাড়লেন না কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, সমাজে এমন অনেক লোক আছেন, যাঁরা মনে করেন তাঁরাই সব বোঝেন। নাম না করেই প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন রাহুল। ১০ দিনের সফরে আমেরিকা গিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ।
ইংল্যান্ডের পর আমেরিকাতে গিয়েও প্রধানমন্ত্রীকে খোঁচা দিতে ছাড়লেন না রাহুল গান্ধী। আমেরিকার এক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাহুল জানান, গোটা পৃথিবীকে একা দায়িত্ব নিয়ে বোকা বানিয়ে চলেছেন নরেন্দ্র মোদী। তাঁকে যদি ভগবানের সঙ্গে বসিয়ে দেওয়া হয়, তাহলে তিনি ভগবানকে বুঝিয়ে দিতে পারবেন দেশ কী ভাবে চলছে।
রাহুলের এই কটাক্ষকে ফিরিয়ে দিয়েছে বিজেপি। গেরুয়া শিবির থেকে দাবি করা হয়েছে, বিদেশের মাটিতে ফের দেশকে কলঙ্কিত করলেন রাহুল। তিনি কোনও মাত্রাজ্ঞান জানেন না। বোঝেন না কোন জায়গায় দাঁড়িয়ে কী কথা বলতে হয়। উল্লেখ্য সেপ্টেম্বরেই আমেরিকা সফরে যাবেন প্রধানমন্ত্রী। তার আগে রাহুলের এই খোঁচা।