বিশ্বকাপ ক্রিকেটে ভারতের হার নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। মঙ্গলবার ভোট প্রচারে রাজস্থানে গিয়েছিলেন রাহুল। সেখানে রাহুলের বক্তব্য, ভারত বিশ্বকাপ জিততে পারত কিন্তু অপয়া (পানৌতি) হারিয়ে দিল। যদিও সরাসরি প্রধানমন্ত্রীর নাম নেননি তিনি।
যদিও এই মন্তব্যের চরম নিন্দা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষি লেখি। রাহুলের ওই মন্তব্য প্রসঙ্গে মীনাক্ষি বলেন, প্রধানমন্ত্রীর নামে এই ধরনের মন্তব্য করা অনুচিত। প্রকাশ্যে কী বলতে হবে সেবিষয়ে খেয়াল থাকা দরকার। কোনও ব্যক্তির আচার ও সংস্কৃতি প্রকাশ পায় তাঁর ভাষায়। সেকারণে এই ধরনের কুরুচিকর ভাষা ব্যবহারে সংযত থাকা উচিত।