বছর শেষে কেন দেশের প্রত্যেক নাগরিককে ভ্যাকসিনের (Vaccine) দুটো ডোজ দেওয়া গেল না। এই প্রশ্ন তুলে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ রাহুল গান্ধীর (Rahul Gandhi)। টুইটারে এদিন কেন্দ্রকে আক্রমণ করে তিনি লেখেন, "কেন্দ্রীয় সরকার (Central Govt) প্রতিশ্রুতি দিয়েছিল, ২০২১ সালের মধ্যে প্রত্যেক ভারতীয়কে ২টি করে ভ্যাকসিনের ডোজ (Double Dose) দেওয়া হবে। বছরের শেষ দিন। দেশে এখনও ভ্যাকসিনেশন সম্পূর্ণ হয়নি। আরও একটি আশ্বাসের অপমৃত্যু।"
বছরের শুরুতে কেন্দ্র কোভিডের দুটি ভ্যাকসিনকে ছাড়পত্র দেয়। প্রাথমিক স্তরে ১৬ জানুয়ারি থেকে শুরু হয় টিকাকরণের কাজ। প্রথমে স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দেওয়া হয়। এরপর বয়স্ক ও পরে ১৮ বছরের উর্ধ্বে ভ্যাকসিনেশন শুরু হয়। কেন্দ্র প্রতিশ্রুতি দেয়, ৩১ ডিসেম্বরের মধ্যে প্রাপ্তবয়স্কদের টিকাকরণ সম্পূর্ণ হবে। কিন্তু রাহুল গান্ধীর দাবি, এখনও বাকি দেশে প্রাপ্তবয়স্কদের টিকাকরণ। সেই নিয়ে আক্রমণ করলেন তিনি।
আরও পড়ুন: মোদী তাঁদের কথা শুনেছেন, দাবি রাহুল গান্ধী ও মহুয়া মৈত্রর
নতুন বছরে ১৫-১৮ বছরের টিকাকরণ শুরু হবে। স্বাস্থ্যকর্মী ও করোনা যোদ্ধাদের দেওয়া হবে প্রিকশন ডোজ। ষাটোর্ধ্বদেরও দেওয়া হবে প্রিকশন ডোজ। সম্প্রতি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।