Bangladesh Situation: সর্বদলীয় বৈঠকে জয়শঙ্করের উদ্দেশে ৩ প্রশ্ন রাহুলের, পাক যোগ নিয়ে কী জানালেন মন্ত্রী?

Updated : Aug 06, 2024 17:43
|
Editorji News Desk

সর্বদলীয় বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের উদ্দেশে তিনটি প্রশ্ন রাখলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রশ্ন তোলেন বাংলাদেশের এই ঘটনার পিছনে পাকিস্তানের কোনও যোগসূত্র রয়েছে কিনা।

বাংলাদেশ নিয়ে সর্বদল বৈঠক করেছে কেন্দ্রীয় সরকার। সেখানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজেজু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও ওই বৈঠকে ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সেখানেই পাকিস্তান প্রসঙ্গ সহ মোট তিনটি প্রশ্ন তোলেন তিনি। 

মঙ্গলবার ওই বৈঠকে রাহুল গান্ধী প্রথমেই বিদেশমন্ত্রীর কাছে জানতে চান এই ঘটনার সঙ্গে বিদেশি শক্তি মূলত পাকিস্তানের কোনও সম্পর্ক রয়েছে কিনা। জবাবে মন্ত্রী জানিয়েছেন, পুরো বিষয়টি বর্তমানে তদন্তসাপেক্ষ। তবে জনৈক পাকিস্তানি কূটনীতিক একাধিকবার সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল পিকচার পরিবর্তন করেছেন। সেকারণে পুরো বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। 

রাহুল গান্ধীর দ্বিতীয় প্রশ্ন ছিল, বাংলাদেশের পালাপদলের ফলে ভারতের উপর যে প্রভাব পড়বে কীভাবে তার মোকাবিলা করা হবে? তার জবাবে জয়শঙ্কর জানান, কেন্দ্র সবদিক খতিয়ে দেখছে। বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। 

তাঁর তৃতীয় প্রশ্ন ছিল, বাংলাদেশের এই পরিস্থিতির কোনও পূর্বাভাস ছিল কিনা ভারতের কাছে। যদিও এস জয়ঙ্কর রাহুল গান্ধীর এই প্রশ্নের জবাব সরাসরি এড়িয়ে গিয়েছেন। 

তবে বৈঠকে একাধিক বিষয়ের সঙ্গে বাংলাদেশের থাকা ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনা নিয়েও আলোচনা হয়েছে। সেখানে বিদেশমন্ত্রী জানিয়েছেন, আপাতত সেবিষয়ে জরুরি ভিত্তিতে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ভারত বাংলাদেশের দিকে নজর রেখেছে বলে জানিয়েছেন তিনি।    

RAHUL GANDHI

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক