করোনা (Coronavirus) পরিস্থিতির জন্য গত দু’বছর পুরীর রথযাত্রায় (Rath Yatra) যোগ দিতে পারেননি সাধারণ ভক্তরা। দেশে ফের মাথাচাড়া দিচ্ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে আগামী শুক্রবার, ১ জুলাই রথযাত্রা পালন করতে তৈরি হচ্ছে পুরী (Puri)। আর তাই বাড়তি সতর্কতা অবলম্বন করছে ওড়িশা প্রশাসন। জারি করা হয়েছে একগুচ্ছ নির্দেশিকা। ইতিমধ্যেই এক সরকারি আধিকারিক জানিয়েছেন, রথযাত্রায় অংশ নিতে আসা ভক্তদের জন্য মাস্ক বাধ্যতামূলক। মনে করা হচ্ছে, উৎসব উপলক্ষে সব মিলিয়ে ১০ লক্ষ মানুষের আগমন হতে পারে পুরীতে।
মন্দির সংলগ্ন এলাকায় স্যানিটাইজেশনের দিকে জোর দেওয়া পাশাপাশি বসানো হচ্ছে স্বাস্থ্য শিবির। রেল স্টেশন, বাস স্ট্যান্ড ছাড়াও গ্র্যান্ড রোডেও থাকছে শিবির। বলা হচ্ছে, কারও মধ্যে সংক্রমণের উপসর্গ থাকলে তিনি যেন মন্দির প্রাঙ্গন এড়িয়ে চলেন।
অন্যদিকে, দু’বছর পর ফের এবার মহাসমারোহে পালিত হবে ইসকনের রথযাত্রা (ISKCON Rath Yatra)। শুক্রবার ইসকন মন্দিরের সামনে থেকে রথের দড়ি টেনে উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)।
পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল রাজবাড়ির প্রায় আড়াইশ বছরের রথে চাকা এবারে গড়বে। কোভিড পরিস্থিতির পর আগামীকাল শুক্রবার দুপুর ১'টা থেকে রাত ৮'টা পর্যন্ত বিভিন্ন জায়গায় যান চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।