অতিমারির পর ফের এবছর পুরোদমে পুরীতে পালিত হল রথযাত্রার উৎসব (Ratha Yatra 2022)। লক্ষ লক্ষ দর্শনার্থীর সমাগমে ফের চেনা ছন্দে সৈকত শহর। সেজে উঠেছে পুরীর মন্দিরও। রথযাত্রা (Ratha Yatra 2022) উপলক্ষে এদিন কয়েক লক্ষ ভক্ত ও দর্শনার্থী জড়ো হয়েছিলেন পুরীতে। অনেকই হাত লাগান রথের রশিতে। তবে করোনা (Covid) নিয়ে সতর্ক প্রশাসন। ভ্যাকসিন ইস্যুতে কড়াকড়ির জেরে পুরীর রেলস্টেশন থেকে শুরু করে বাস টার্মিনাসে আলাদা কাউন্টার খুলেছে প্রশাসন। চলছে কড়া নজরদারি। শহরে ইতিমধ্যেই ১২ লক্ষ মাস্ক বিলির উদ্যোগ নিয়েছে প্রশাসন। শহরের বিভিন্ন জায়গায় চেকিং চলছে।
আরও পড়ুন: এবার লেবু তলায় স্বাধীনতার অমৃত মহোৎসব, থাকছে লালকেল্লা থেকে সংসদ ভবন
ওড়িশার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী, সত্যযুগ থেকে চালু হয়েছে রথযাত্রা (Ratha Yatra 2022)। কথিত আছে, সেই সময় রাজা ইন্দ্রদ্যুন্ম বিষ্ণু মন্দির তৈরি করার স্বপ্ন দেখেছিলেন। মন্দিরে জগন্নাথ , বলরাম, সুভদ্রার মূর্তি অধিষ্ঠানের উদ্যোগ নিয়েছিলেন রাজা। কিন্তু বিগ্রহ গড়ার সময় বিশ্বকর্মাকে অসন্তুষ্ট করেন ইন্দ্রদ্যুন্ম। সেই কারণেই দেবদেবীদের সম্পূর্ণ মূর্তি নির্মাণ না করেই চলে যেতে হয় বিশ্বকর্মাকে।
পুরাণমতে, শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথে (Ratha Yatra 2022) চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে দেখতে যান জগন্নাথদেব। সেই উপলক্ষ্যে ওই তিথি মেনেই মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন হয়। রথযাত্রার সাত দিন পর হয় উল্টোরথ যাত্রা।
ফাসি, ভাউনরা, আসানা মূলত এই তিন ধরনে কাঠের প্রয়োজন হয় রথ নির্মাণে। জগন্নাথ,বলরাম ও সুভদ্রার তিনটি রথের সারথির নাম মাতালি, দাঁড়ুকা ও অর্জুন। পুরীর রথ (Ratha Yatra 2022) নির্মাণে ১,১০০টি বড় কাঠের প্রয়োজন হয়। তিন ভাই বোনের তিনটি রথের চাকার সংখ্যা আলাদা। জগন্নাথের রথের ১৬ টি চাকা, বলরামের রথে ১৪ টি এবং সুভদ্রার রথের ১২ টি চাকা থাকে।