কানাডায় খুন পঞ্জাবের গ্যাংস্টার (Punjab Gangster)। বুধবার সন্ধ্যায় কানাডায় এক গোষ্ঠী সংঘর্ষে নিহত হয় পাঞ্জাবের বাসিন্দা সুখদুল সিং ওরফে সুখা দুনেকে। জানা গিয়েছে, পাঞ্জাবের কুখ্যাত দাভিন্দর বাম্বিহা গ্রুপের সক্রিয় সদস্য ছিল সুখা। পঞ্জাবে একাধিক খুন এবং গুরুতর অপরাধ করার পর পালিয়ে ২০১৭ সাল থেকে কানাডায় আশ্রয় নিয়েছিল এই গ্যাংস্টার।
জানা গিয়েছে, পাঞ্জাবের প্রায় ২৯জন গ্যাংস্টার অপরাধমূলক কাজ করে বিভিন্ন দেশে আস্থানা গেড়েছে। তার মধ্যে সব থেকে বেশি সংখ্যক গ্যাংস্টার লুকিয়ে রয়েছে কানাডায়। তাদেরকে খলিস্তানপন্থী বিভিন্ন সংগঠন আশ্রয় দিচ্ছে।
এমনকি এর নির্দিষ্ট তথ্য-প্রমাণ দিয়েও কানাডা সরকারকে ব্যবস্থা নিতেও বলেছে নয়া দিল্লি। তবুও তেমন কোনও পদক্ষেপ করা হয়নি। ফলে এই মৃত্যুর ঘটনায় ট্রুডোর সরকারের অস্বস্তি যে বাড়ল তা আর বলার অপেক্ষা রাখে না।
অন্যদিকে, গ্যাংস্টার গোল্ডি ব্রারের শাগরেদের খোঁজে পঞ্জাব জুড়ে তল্লাশি। ২১ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে তল্লাশি শুরু করে পঞ্জাব পুলিশ। পঞ্জাবের বিখ্যাত গ্যাং লরেন্স বিষ্ণোই।
এই বিষ্ণোই গ্যাংয়ের অন্যতম মাথা গোল্ডি ব্রার। যার বিরুদ্ধে পঞ্জাবি গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসে ওয়ালার খুনেরও অভিযোগ রয়েছে। এমনকি ব্রারের সঙ্গে খলিস্তান জঙ্গিদের যোগ রয়েছে বলেও অভিযোগ।
আরও পড়ুন - মাথায় ট্রলি, গায়ে লালজামা, জনসংযোগে রাহুল এবার কুলি
খালিস্তানি জঙ্গিদের কার্যকলাপের তদন্ত শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এমনকি নগদ পুরস্কারও ঘোষণা করা হয়েছে। জোরকদমে চলছে তদন্ত। এর মধ্যেই ব্রার এবং বিষ্ণোই গ্যাঙের সদস্যদের খোঁজে পঞ্জাব জুড়ে তল্লাশি শুরু করল পুলিশও।