পাঞ্জাবে (Punjab) কৃষকদের বিক্ষোভের সামনে পড়ে ফিরে যেতে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi)। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতি ছিল বলে অভিযোগ তুলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অভিযোগের তীর কংগ্রেস পরিচালিত পাঞ্জাব সরকারের দিকে। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের সেই অভিযোগ কার্যত উড়িয়ে দিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ চান্নি।
চান্নির দাবি, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় কোনও ফাঁক ছিল না। বিক্ষোভ তুলতে যেটুকু সময় লাগে, সেই সময়টুকুও তিনি অপেক্ষা করতে চাননি। চান্নির দাবি, প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য তিনি নিজের জীবন দিতেও রাজি।
আরও পড়ুন: Narendra Modi: 'বেঁচে ফিরতে পেরেছি, এই অনেক', পাঞ্জাবের ঘটনায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী মোদী
সাংবাদিকদের চান্নি জানিয়েছেন, “বিক্ষোভকারীরা যেখানে বসেছিলেন তার অনেক আগেই প্রধানমন্ত্রীর কনভয় থামিয়ে দেওয়া হয়। কোনও ধরনের বিক্ষোভ বা অবরোধ তুলতে কমপক্ষে ১০ থেকে ২০ মিনিট সময় লাগে। প্রধানমন্ত্রীকে এই কথা জানানো হয়েছিল, এবং তাঁকে অন্য রাস্তা দিয়ে গন্তব্যে নিয়ে যাওয়ার কথাও বলা হয়েছিল। কিন্তু তিনি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।”
এর পাশাপাশি চন্নি স্পষ্ট করে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে কোনও পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হবে না।