জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই। ২ সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে বলে খবর। রবিবার রাত থেকে এই গুলির লড়াই শুরু হয়।
ইন্ডিয়া টুডের রিপোর্ট থেকে জানা গিয়েছে, দুই সন্ত্রাসবাদীর দেহ উদ্ধার করা যায়নি। পুলওয়ামার পরিগাম গ্রামে জঙ্গিদের সক্রিয়তার খবর পান নিরাপত্তারক্ষীরা। রবিবার রাত থেকে এনকাউন্টার শুরু হয়। জানা গিয়েছে, মৃত এক জঙ্গি, সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার কমান্ডার।