সারা শহর জুড়েই ছড়িয়ে ছিটিয়ে কত ছোট বড় গির্জা। এমন শহর তো বড় দিনের আগে সেজে উঠবেই। বলছি পুদুচেরির কথা।
এই সময়টা যেন শহরের ভরা যৌবন। বছরের সবচেয়ে বড় উৎসবের আগে একটু একটু করে যেন গয়না পরছে গোটা পুদুচেরি। প্রতিটি গির্জার সামনে বসেছে ছোট ছোট দোকান৷ কোনটায় যীশু খ্রিস্টের মূর্তি, কোনওটায় যীশুর আস্তাবল, বিভিন্ন দেশ থেকে আসা পুতুল ও খেলনা।
Kolkata Tram: কলকাতার চারটি রুটে চলবে ট্রাম, হাই কোর্টের ক্ষোভপ্রকাশের পরেই জানাল পরিবহন দফতর
শহরের প্রতি বাড়িতেই ছোট বড় আয়োজন। ৮ থেকে ৮০ সকলেই বাড়ি সাজানোর জন্য কিনছেন জিঙ্গল বেল, ক্রিসমাস স্টার, ক্রিস্টমাস ট্রি।
পুদুচেরিতে বিরাট সংখ্যক খ্রিস্টান ধর্মাবলম্বীর বাস৷ বড়দিন এলেই তাই শহর ঝলমল করে ওঠে। এই সময়ে বিক্রিবাটাও হয় দারুণ। তাই ব্যবসায়ীদেরও পোয়াবারো।
ইতিমধ্যেই পুদুচেরির সব চার্চে জ্বলে উঠেছে উৎসবের আলো। চলছে বিশেষ প্রার্থনা। রাস্তায় উৎসবমুখর মানুষের ভিড়৷ সব মিলিয়ে সমুদ্রছোঁয়া শহরে এখন উৎসবের প্রস্তুতিলগ্নের আমেজ।