Agneepath Effect in South India : অগ্নিপথ বিক্ষোভ এবার দক্ষিণেও, সেকেন্দ্রবাদেও নিশানায় রেল, ট্রেনে আগুন

Updated : Jun 24, 2022 12:44
|
Editorji News Desk

উত্তরের প্রান্ত ছাড়িয়ে অগ্নিপথের বিরুদ্ধে বিক্ষোভের আঁচ এবার দক্ষিণেও। শুক্রবার তেলঙ্গনাতেও নিশানা সেই রেলকেই। সেকেন্দ্রবাদ স্টেশনে ট্রেনে আগুন দেওয়ার অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে। সকাল থেকেই সেকেন্দ্রবাদে বিক্ষোভ দেখাতে জড়ো হয়েছিলেন বিক্ষোভকারীরা। পুলিশ দিয়ে তাঁদের প্রথমে ঠেকানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু নিরাপত্তার বেড়া ভেঙে বিক্ষোভকারীরা স্টেশনের মধ্যে ঢুকে পড়ে। তারপরেই ট্রেনে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। 

এদিন সকাল থেকেই বিহার, উত্তরপ্রদেশে নিশানা করা হয় রেলকে। বিহারের লখিসরাই ও উত্তরপ্রদেশের বালিয়াতেও ট্রেনে আগুন লাগানো হয়েছে। লখিসরাইয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে জম্ম-তাওয়াই এক্সপ্রেসের তিনটি বগি। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। জম্মু-কাশ্মীরে সফরে গিয়ে এদিনের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-ও। 

বৃহস্পতিবারই অগ্নিপথের বিরুদ্ধে বিক্ষোভের জেরে ভারতীয় সেনায় অগ্নিবীর নিয়োগে বেশ কিছু নিয়ম শিথিলের কথা ঘোষণা করেছিল কেন্দ্র। কিন্তু তাতেও চিঁড়ে ভেজেনি। সকাল থেকেই উত্তাল ছিল বিহার এবং উত্তরপ্রদেশের একাধিক এলাকা। সেই আঁচ এবার ছড়াল দক্ষিণের রাজ্য তেলঙ্গনাতেও। সেনায় শূন্যপদ ও যোগ্যতার ভিত্তিতে চতুর্থ বছরের শেষে সেই ব্যাচের সর্বাধিক ২৫ শতাংশ অগ্নিবীরকে সেনায় অন্তর্ভুক্ত করা হবে। বাকিদের ১১-১২ লক্ষ টাকা হাতে দিয়ে পাঠানো হবে অবসরে। থাকবে না কোনও পেনশন। রাজ্যে রাজ্যে আন্দোলন শুরুর পরে বৃহস্পতিবার রাতে প্রতিরক্ষা মন্ত্রক যোগদানের বয়সসীমা এককালীন বাড়িয়ে ২৩ করেছে।

ProtestAgneepath SchemeFireTrain

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক