রবিবার রাতেই আটক কুস্তিগীরদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। দেশের হয়ে বিভিন্ন আর্ন্তজাতিক প্রতিযোগিতায় পদক জেতা কুস্তিগীরদের উপর ভারতীয় দণ্ডবিধির ছ'টি ধারায় এফআইআর রুজু করা হয়েছে ৷ ভিনেশ ফোগত, সাক্ষী মালিক এবং বজরং পুনিয়াদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির যে যে ধারায় অভিযোগ আনা হয়েছে তা হল- ১৪৭, ১৪৯, ১৮৬, ১৮৮, ৩৩২, ৩৫৩। প্রতিবাদী কুস্তিগীরদের অভিযোগ, তাঁদের চরিত্র হননের চেষ্টা চলছে৷ সঙ্গীতা ও ভিনেশ ফোগতদের ছবি বিকৃত করে টুইটার-সহ সোশাল মিডিয়াতেও ছড়িয়ে দেওয়া হচ্ছে।
রবিবার নতুন সংসদ ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিনই সংসদ অভিযানের ডাক দেন কুস্তিগীররা। সেই কর্মসূচিকে কেন্দ্র করে শুরু হল ধুন্দুমার৷ রাজপথ থেকে টেনে হিঁচড়ে আটক করা হয় সাক্ষী মালিক-ভিনেশ ফোগত-বজরং পুনিয়াদের।
কুস্তিগীরদের হেনস্তার প্রতিবাদ জানিয়েছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী এবং অলিম্পিকে পদকজয়ী নীরজ চোপড়া।
রবিবারের ঘটনায় আটক করা হয় প্রায় ৭০০ জনকে৷ যন্তরমন্তর থেকে আটক হন শতাধিক৷ বজরং পুনিয়া জানিয়েছেন, আন্দোলন চলবে। তাঁর কটাক্ষ, যৌন নিগ্রহে অভিযুক্ত
ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ নিতে দিল্লি পুলিশের সাত দিন লেগে গেল৷ অথচ হেনস্তার শিকার হলেন দেশের হয়ে পদকজয়ীরা।