চার বছর বয়সী দুই শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল মুম্বইয়ে থানের একটি ইংরেজি মাধ্যমের স্কুলের ঝাড়ুদারের বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদে এবং পড়ুয়াদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার বদলাপুর স্টেশনে ট্রেন অবরোধ করেন ওই স্কুলের পড়ুয়াদের অভিভাবক এবং স্থানীয়রা।
কী ঘটেছে?
গত ১৬ অগাস্ট থানের একটি স্কুলে চার বছরের দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে ওই স্কুলেরই ঝাড়ুদারের বিরুদ্ধে। সেই ঘটনার পরেই FIR দায়ের করা হয়েছিল। এবং অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ব্য়ক্তিকে।
এই ঘটনার পরই ওই স্কুল অ্যাডমিনিস্ট্রেশনের তরফে প্রিন্সিপ্যালকে বরখাস্ত করা হয়েছে। এমনকি ক্লাস টিচার এবং নির্যাতনের ঘটনায় যাঁদের নাম জড়িয়েছে তাঁদেরকে সরিয়ে দেওয়া হয়েছে।
এই ঘটনার পরে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন ওই স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা। পাশাপাশি পুলিশি তদন্তেও একাধিক নিরাপত্তার গাফিলতির বিষয় প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে স্কুলের মহিলা বাথরুমে কোনও মহিলা অ্য়াটেন্ডেন্ট ছিলেন না। এছাড়াও বেশ কয়েকটি CCTV সঠিকভাবে কাজ করছিল না বলেই খবর।
এদিকে বদলাপুর স্টেশনে অবরোধের জেরে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল স্তব্ধ হয়ে যায়। অফিস টাইমে সমস্যায় পড়েন নিত্য যাত্রীরা। এদিকে পুরো ঘটনার তদন্তে SIT গঠনের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। পাশাপাশি থানে পুলিশ কমিশনারকে তিনি নির্দেশ দিয়েছেন ফাস্টট্র্যাক কোর্টের মাধ্যমে দোষী যেন দ্রুত শাস্তি পায়।