রাজ্যে নিষিদ্ধ 'দ্য কেরালা স্টোরি'। তার প্রতিবাদে এবার সুপ্রিম কোর্টে গেলেন ছবি নির্মাতা। সোমবারই বাংলায় নিষিদ্ধ করা হয়েছে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের এই ছবি। রাজ্যের অভিযোগ, এই ছবি সাম্প্রদায়িকতাকে উস্কানি দিচ্ছে। এই ছবি প্রদর্শিত হলে রাজ্যে শান্তি-শৃঙ্খলায় তা প্রভাব ফেলতে পারে। নির্মাতাদের দাবি, এই ছবিতে এমন কোনও বিষয় নেই, যা দেশের সাম্প্রদায়িকতাকে নষ্ঠ করতে পারে। বাংলার পাশাপাশি তামিলনাড়ু থেকেও নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে।
মঙ্গলবারই উত্তরপ্রদেশে এই ছবিকে করমুক্ত করার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এমনকী বিজেপি শাসিত বাকি রাজ্যগুলিতেও এই ছবি করমুক্ত হতে চলেছে। তবে কেরল, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে এই ছবিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, নির্দিষ্ট একটি সম্প্রদায়কে টার্গেট করতেই এই ছবি তৈরি করা হয়েছে। যা দেশের গণতন্ত্রেকর পক্ষে ভীষণ ক্ষতিকারক।
নবান্নের নিষেধাজ্ঞার জেরে মঙ্গলবার রাজ্যের বেশ কয়েকটি জায়গা এই ছবি জোর করে প্রদর্শনের চেষ্টা করা হয়। বেলঘরিয়ার একটি হলের সামনে থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দেয় পুলিশ। হাওড়ার একটি মাল্টিপ্লেক্সে অভিযোগ, আগাম টিকিট কাটার পর এই ছবি নিষিদ্ধ করা হয়েছে। ফলে টিকিটের টাকা ফেরতের দাবিতে সেখানেও বিক্ষোভ দেখানো হয়।