এবার সর্বজনীন প্রিয়াঙ্কা গান্ধী। লোকসভা ভোটের আগে কার্যত এই বার্তা কংগ্রেসের। শনিবার সংগঠনের রদবদল করতে বসে উত্তরপ্রদেশ কংগ্রেসের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল প্রিয়াঙ্কাকে। রাজনৈতিক মহলের দাবি, এই সিদ্ধান্ত নিয়ে মল্লিকার্জুন খাড়গেরা বুঝিয়ে দিতে চাইলেন বিজেপিকে হঠাতে তাঁদের প্রচারের মুখ এবার প্রিয়াঙ্কা।
বারাণসী কেন্দ্রে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হিসাবে জল্পনায় রয়েছে প্রিয়াঙ্কার নাম। রাজনৈতিক মহলের দাবি, গত চার বছরের বেশি সময় উত্তরপ্রদেশ কংগ্রেসের দায়িত্বে মাটি কামরে পড়ে ছিলেন প্রিয়াঙ্কা। এবার তাঁকে সংসদে আনার পরিকল্পনা শুরু হয়েছে। আর এই পরিকল্পনা থেকেই কাশ্মীর থেকে কন্যাকুমারী প্রচারের মুখ হবেন ইন্দিরার নাতনি। আর তাতেই কার্যত শনিবার সিলমোহর বসিয়ে দিল কংগ্রেস।
লোকসভা ভোটের আগে সংগঠনের রদবদলে ছত্তিশগড়ের দায়িত্ব দেওয়া হল সচিন পাইলটকে। দীপা দাশমুন্সির জন্য বরাদ্দ হল বাম শাসিত কেরলের মতো রাজ্য। সঙ্গে থাকবে তেলঙ্গনা। আর বাংলার প্রদেশ কংগ্রেসের দেখভাল করবেন কাশ্মীরের কংগ্রেস নেতা গুলাম আহমেদ মীর।