দামামা বেজে গিয়েছে। এখন পারদ চড়ছে। এই পরিস্থিতিতে আজ শনিবার ত্রিপুরা ভোটে জোড়া জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুরে তাঁর প্রথম জনসভা হবে ধলাই জেলায়। বিকেলে গোমতিতে। সম্প্রতি আগরতলায় রোড-শোর পাশাপাশি জনসভা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ। রাজনৈতিক মহলের মতে, ২০২৪ সালের লোকসভা ভোটের আগে উত্তর-পূর্বে এই রাজ্যে কোনও ভাবেই ক্ষমতা হারাতে চায় না বিজেপি। তাই পাঁচ বছর আগের তুলনায় এবার ত্রিপুরার উপর আরও অনেক বেশি জোর দিচ্ছেন নরেন্দ্র মোদী ও অমিত শাহরা।
আগামী ১৬ ফেব্রুয়ারি ভোট হতে চলেছে ৬০ আসনের ত্রিপুরা বিধানসভায়। তার আগে আদা-জল খেয়ে এখন মাটি কামড়ে রেখেছে প্রতিটি রাজনৈতিক দল। সম্প্রতি আগরতলায় রোড-শোর পাশাপাশি জনসভা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি দাবি করেছিলেন, একটু পেলে, তিনি হাজারগুণ ফিরিয়ে দেবেন। তৃণমূল নেত্রীর এই দাবির পর রাজ্যে প্রচারে গতি বাড়িয়েছে তৃণমূল। দফায় দফায় জনসভা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
এই অবস্থায় আজ, শনিবার ত্রিপুরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোট প্রচার। গত কয়েকদিন আগে রাজ্যে প্রচারে গিয়ে বাম-কংগ্রেসের দুর্নীতিকেই হাতিয়ার করেছিলেন অমিত শাহ। খরচ করেননি তৃণমূল সম্পর্কে একটি বাক্য। তাই সবার নজর এখন প্রধানমন্ত্রীর ভাষণের দিকে। কারণ, শনিবারের পর সোমবারও ত্রিপুরায় জনসভা করতে পারেন নরেন্দ্র মোদী।