পরাক্রম দিবসে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ২১টি বেনামি দ্বীপের নামকরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২১জন পরমবীরচক্র প্রাপকের নামে দ্বীপের নামকরণ করা হয়েছে। রস আইল্যান্ডের নতুন পরিচয় নেতাজি সুভাষ চন্দ্র বসু দ্বীপ। এই দ্বীপে ন্যাশনাল মেমোরিয়ালের মডেলেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
আন্দামানের ২১টি দ্বীপের মধ্যে সবথেকে বড় দ্বীপের নাম মেজর সোমনাথ শর্মার নামে করা হয়েছে। ১৯৪৭ সালের ৩ নভেম্বর শ্রীনগর এয়ারপোর্টে শহিদ হন তিনি। তিনিই দেশের প্রথম পরমবীরচক্র। ২০২১ সাল থেকে নেতাজির জন্মদিবসে পরাক্রম দিবস পালন করছে কেন্দ্র।
আরও পড়ুন: ওয়েটিং লিস্ট নিয়ে লাঘব দুশ্চিন্তা, বিশেষ সফটওয়্যার আনছে ভারতীয় রেল
আন্দামান নিকোবরের ঐতিহাসিক গুরুত্বের কথা মাথায় রেখে এই দ্বীপগুলির নতুন করে নামকরণ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সশরীরে এদিন আন্দামানের অনুষ্ঠানে গিয়েছেন। অমিত শাহের দাবি, এর আগে কোনও দেশ জওয়ানদের নামে দ্বীপের নামকরণ করেনি।