২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন। তার আগে ঠিক হয়ে গেল ওই দিন কী বিশেষ উপহার তুলে দেওয়া হবে অতিথিদের হাতে। রাম মন্দির ট্রাস্ট তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাতে তুলে দেওয়া হবে অযোধ্যার রাম মন্দিরের একটি ১৫ মিটার দীর্ঘ ছবি। এই চটের ব্যাগে উপহারটি দেওয়া হবে, তাতেও থাকবে রাম মন্দিরের ছবি।
রাম মন্দিরের উদ্বোধনের দিন অযোধ্যায় হাজির থাকবেন মোট ১১ হাজার অতিথি। তাঁদের হাতে তুলে দেওয়া হবে উপহারের দুটি বাক্স। যার একটিতে থাকবে রাম জন্মভূমির মাটি-সহ প্রসাদ হিসাবে মোতিচুরের লাড্ডু, তুলসী পাতা এবং পাত্র ভর্তি সরযূর পবিত্র জল। আর একটি বাক্সে থাকবে প্লেট, ঘণ্টা, ধূপদানি ও রুপোর কয়েন।
এদিকে, মন্দিরের নিরাপত্তায় এবার মোতায়েন করা হচ্ছে এনএসজি কম্যান্ডো। থাকছে ১০ হাজার সিসি ক্যামেরা এবং ড্রোনের নজরদারি। ১৭ জানুয়ারি থেকেই অযোধ্যায় শুরু হয়ে যাবে যান নিয়ন্ত্রণ। নাকশতা ঠেকাতে প্রতিটি রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডে মোতায়েন করা হবে অতিরিক্ত বাহিনী।