অমিত শাহের পর নরেন্দ্র মোদী। ত্রিপুরার ভোট প্রচারে তৃণমূল সম্পর্কে একটি বাক্যও খরচ করলেন না। বরং নিজের ভাষণে আগাগোড়া বাম-কংগ্রেসকেই আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। আমবাসায় ভোট প্রচারে ত্রিপুরার জন্য একটি বিশেষ শব্দ এদিন ব্যবহার করলেন মোদী। 'হীরা' - এই শব্দের মধ্যেই লুকিয়ে ছিল প্রধানমন্ত্রীর উন্নয়ন বার্তা। যেখানে উঠে এল হাইওয়ে থেকে এয়ারওয়েজ। প্রধানমন্ত্রীর দাবি, গত পাঁচ বছরে বিপুল পরিমাণ উন্নয়নের জোয়ার দেখেছেন এই রাজ্যের মানুষ। আগামী পাঁচ বছরও ত্রিপুরাতেও চলবে ডবল ইঞ্জিন সরকার।
৬০ আসনের ত্রিপুরায় আগামী ১৬ ফেব্রুয়ারি ভোট হতে চলেছে। তার আগে প্রচারসভা থেকে মনে করা হয়েছিল, বাম-কংগ্রেসের পাশাপাশি তৃণমূল সম্পর্কেও শব্দ খরচ করবেন প্রধানমন্ত্রী। কারণ, এবার ২৮টি আসনে প্রার্থী দিয়েছে বাংলার শাসক দল। সম্প্রতি রাজ্যে গিয়ে জনসভা করে এসেছেন তৃণমূল নেত্রী। ২০২৪ লোকসভা ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাখির চোখ এখন ত্রিপুরা।
এই পরিস্থিতিতে নিবার্চনী জনসভায় বাম-কংগ্রেসের দিকেই আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। দাবি করলেন রাজ্য হিংসা বন্ধ হয়েছে বিজেপি সরকারের আমলেই। গেরুয়া ছত্রছায়ায় আজ অনেক শান্তিতে দিন কাটাচ্ছেন ত্রিপুরাবাসী। আবাস, আরোগ্য এবং আয়- এই তিন মন্ত্রেই আগামী পাঁচ বছরের ভিত গড়তে চায় বিজেপি। সেই বার্তাও এদিন স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী।