দেশের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট পড়ল ৯৮.৯ শতাংশ। চিফ রিটার্নিং অফিসার পি সি মোদী জানিয়েছেন, সোমবার রাষ্ট্রপতি ভোট শান্তিপূর্ণভাবেই মিটেছে।
সংসদ ভবনে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ৬০০ জন সোমবার ভোটদান করেন। হুইল চেয়ারে চেপে এসে ভোট দিতে দেখা যায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং সমাজবাদী পার্টির সাংসদ মুলায়ম সিং যাদবকে। এছাড়া সংসদ ভবনে এদিন ভোট দিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
সোমবার আট জন সাংসদ ভোটদানে বিরত ছিলেন। বিজেপি এবং শিবসেনার দু’ জন করে সাংসদ এবং কংগ্রেস, শিবসেনা, সমাজবাদী পার্টি, মায়াবতীর বহুজন সমাজ পার্টি, আসাদউদ্দিন ওয়েইসির এমআইএমের এক জন করে সাংসদ ভোট দেননি।
এছাড়া পঞ্জাবের শিরোমণি অকালি দলের বিধায়ক মনপ্রীত সিং আয়ালি ভোট দেননি। তিনি বলেন, তাঁর রাজ্যের বহু সমস্যার সমাধান হয়নি এবং দ্রৌপদী মুর্মুকে সমর্থনের আগে তাঁর সঙ্গে পরামর্শ করেনি দল। এছাড়া দলীয় লাইনে বিরুদ্ধে গিয়ে এনসিপির ঝাড়খণ্ডের বিধায়ক কমলেশ সিং ও গুজরাটের বিধায়ক কান্ধাল জাদেজা এবং ওড়িশার কংগ্রেস বিধায়ক মহম্মদ মুকিমও এনডিএ প্রার্থীকে দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছেন।
উল্লেখ্য, সোমবার থেকেই সংসদে বাদল অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনের প্রথম দিনেই হল রাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচনে জেতার জন্য প্রার্থীকে ভোটের মূল্য হিসেবে সাংসদ ও বিধায়কদের ৫ লক্ষ ৪৩ হাজার ২১৬টি ভোট পেতে হবে। ২১ জুলাই হবে ফল ঘোষণা। ২৫ জুলাই শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি।