৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে (Five State Assembly Election) বিপুল জয় পেয়েছে বিজেপি (BJP)। পাঁচের মধ্যেই চার রাজ্যেই জয় এসেছে গেরুয়া শিবিরের ঝুলিতে। কিন্তু আসল খেলা ২০২৪ সালে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে এমনই টুইট করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor)।
নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘সাহেব’ বলে খোঁচা দিলেন পিকে। তিনি লিখলেন, ‘ভারতের জন্য লড়াইটা হবে ২০২৪ সালে।’
আরও পড়ুন: UP Election Results 2022: উত্তরপ্রদেশে বিজেপির জয়ের প্রতীক হয়ে উঠল বুলডোজার!
শুক্রবার টুইটারে পিকে বলেন, ‘কোনও রাজ্যের ভোটে নয়, ভারতের জন্য লড়াই হবে ২০২৪ সালে, তা সাহেব জানেন। তাই কৌশলে বিরোধীদের উপর মনস্তাত্ত্বিক চাপ বাড়ানোর জন্য রাজ্যের নির্বাচন নিয়ে হট্টগোল তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এই মিথ্যা প্রচারের ফাঁদে পা দেবেন না বা তার শরিক হবেন না।'