বাংলার বকেয়া নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত চলছে। সেই সংঘাত শেষ করতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক চায় কেন্দ্র। দিল্লিতে রাজনৈতিক মহলের খবর, লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এমনটাই পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ণ মন্ত্রী গিরিরাজ সিং।
মঙ্গলবার রাজ্যের বকেয়া ইস্যুতে লোকসভায় ফের কেন্দ্র-রাজ্য সংঘাত হয়। এরপরেই রফা সূত্র বার করতে গিরিরাজের এই প্রস্তাব বলে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দাবি। তাঁর দাবি, বাংলার বকেয়া নিয়ে আগামী কয়েকদিনের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের বন্দোবস্ত করা হবে।
সম্প্রতি বাংলার বকেয়া চাইতে দিল্লিতে ধরনা দিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে অভিষেকের ধরনা ঘিরে সরগরম হয়েছিল কেন্দ্রীয় রাজনীতি। তাই নিয়েই মঙ্গলবার লোকসভায় সরব হন সুদীপ। যদিও তৃণমূল নেতা অভিযোগ অস্বীকার করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জনা।