অসমের বন্যায় (Asam Flood) ৫৫ লক্ষের বেশি মানুষ বিপর্যস্ত। ৩২ জেলার ৪,৯৪১ টি গ্রাম কার্যত জলের তলায়। এই পরিস্থিতিতে বন্যা সামলানোর বদলে মহারাষ্ট্রের বিদ্রোহী শিবসেনা বিধায়কদের (Shivsena MLA)দায়িত্ব সামলানোর অভিযোগ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে এই ঘটনার প্রতিবাদে নেমেছে অসমের তৃণমূল কংগ্রেস (TMC)। শিবসেনা বিধায়করা যে হোটেলে রয়েছেন তার সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী ও সমর্থকরা।
অসমের তৃণমূল নেতা রিপুন বরা বলেন, "বন্যায় চার শিশু সহ ১২জনের মৃত্যু হয়েছে। নতুন করে কয়েক হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত। অথচ রাজকোষের টাকা খরচ করে মহারাষ্ট্রের বিধায়কদের মনোরঞ্জনের ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত।" তাঁর অভিযোগ, বিধায়ক কিনে মহারাষ্ট্রে সরকার গড়তে চাইছে বিজেপি ।
আরও পড়ুন: কয়লাকাণ্ডে ইডির তলব পেয়ে সন্তান কোলে সিজিও কমপ্লেক্সে অভিষেক-পত্নী রুজিরা
একনাথ শিন্ডে সহ ৩৪ জন বিদ্রোহী শিবসেনা বিধায়ক বুধবার নিজেদের 'প্রকৃত শিবসেনা পরিষদীয় দল' দাবি করে চিঠি দিয়েছেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি ও ডেপুটি স্পিকার সীতারাম জিরওয়ালকে। বৃহস্পতিবার মহারাষ্ট্রে আরও তিন বিধায়ক একনাথ শিন্ডের সঙ্গে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে। বিজেপি সূত্রে খবর, উদ্ধব ঠাকরে সরকারের পতনের পর শিন্ডেকে উপমুখ্যমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছে।