TMC Protest in Delhi: মুড়িতে জিএসটি, সংসদ ভবনের বাইরে বিক্ষোভ কর্মসূচি তৃণমূল সাংসদদের

Updated : Aug 03, 2022 12:25
|
Editorji News Desk

বাঙালির আড্ডা ছেড়ে এবার জাতীয় রাজনীতির আঙিনায় মুড়ি। প্যাকেটজাত মুড়িতে ৫ শতাংশ জিএসটি (GST) বসেছে। ২১ জুলাইয়ের মঞ্চে মুড়ি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার ফের GST ইস্যুতে সংসদ ভবনের সামনে ধরনায় সামিল হন তৃণমূলের সাংসদরা (TMC MPs)।  

এদিন তৃণমূলের ধরনায় ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, সৌগত রায়, মহুয়া মৈত্র সহ তৃণমূলের অন্য সাংসদরা। মঙ্গলবার ১৯জন বিরোধী দলের সাংসদকে বহিষ্কার করা হয়। এই নিয়ে বুধবার সকালে টুইট করেন ডেরেক ও ব্রায়েন। তিনি বলেন, "১৯ জন সাংসদকে বহিষ্কার করা হয়েছে। সরকার চেয়েছিল, বিরোধীরা এই নিয়ে যাতে রাজ্যসভায় দুঃখপ্রকাশ করে। কিন্তু আমাদের নয়, আমাদের নয়, সংসদে মানুষের সমস্যা নিয়ে কথা না বলার জন্য শাসকদলের ক্ষমা চাওয়া উচিত।

এই ইস্যুতে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তৃণমূল সাংসদ দোলা সেন। তিনি বলেন, "দুধ, দই, চিঁড়ে, মুড়ি, বাতাসা-সব কিছুর ওপরেই এই আচ্ছে দিনের সরকার, এই মিথ্যেবাদীর সরকার, মোদীজির সরকার জিএসটি বসিয়েছে। এবং সাধারণ মানুষ খেতে পাচ্ছে না। এগুলো সাধারণ গরীব মানুষ খায়। পেট্রল-ডিজেল, রান্নার গ্যাসের দামও একশো টাকা, হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে।  সাধারণ মানুষ অসুবিধায় আছে। তার প্রতিবাদে সংসদের ভিতরে ও বাইরে, গান্ধীমূর্তির পাদদেশে, অবস্থান, বিক্ষোভ, আন্দোলন করছি।"

আরও পডুন:  ফের মেডিকেল পরীক্ষা পার্থ ও অর্পিতার, জোকার হাসপাতালে নিয়ে যায় ইডি

উল্লেখ্য, মঙ্গলবার সংসদের বাদল অধিবেশন চলাকালীন একাধিক ইস্যুতে অধিবেশন মুলতুবি ঘোষণা করা হয়েছিল।  ১৯ জন সাংসদকে এক সপ্তাহের জন্য রাজ্যসভা থেকে বরখাস্ত করা হয়। রাজ্যসভায় বিশৃঙ্খলার কারণে ২৫৬ ধারার অধীনে এই সাংসদদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেন ডেপুটি স্পিকার।  

TMC MPParliament HouseGSTDerek O'BrienAITC

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক