কোভিড পরিস্থিতি (Covid Scenario) স্বাভাবিক হলেও চালু হচ্ছে না ভারতীয় রেলে প্রবীণ নাগরিকদের (Senior Citizen) ছাড়। বুধবার এই নিয়ে সংসদে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ দেব (TMC MP Dev)। যার জবাবে রেলমন্ত্রী অশ্বিন বৈষ্ণো (Ashwin Vaishnaw) জানান, এখনও প্রবীণ নাগরিক সহ বিভিন্ন ক্ষেত্রে টিকিটে ছাড় দেওয়ার মতো পরিস্থিতি নেই।
বুধবার সংসদে দেব প্রশ্ন করেন, বর্তমানে কী কারণে রেলে প্রবীণ নাগরিকদের ছাড় (Senior Citizen Ticket Concession) বন্ধ রাখা হয়েছে। এই ছাড় বন্ধ করার পরিকল্পনা কি স্থায়ী! স্থায়ী না হলে কবে ফিরবে রেলে প্রবীণদের ছাড়! তৃণমূল সাংসদকে জবাব দেন রেলমন্ত্রী অশ্বিন বৈষ্ণো। তিনি জানান, ২০২০ সালে অতিমারি পরিস্থিতিতে মাত্র চারটি ক্ষেত্রে টিকিটে ছাড় চালু রাখে রেল। কোভিডের কারণে রেলের রাজস্ব অনেকটাই কমে যায়। তাই ছাড় দেওয়ার মতো পরিস্থিতি নেই ভারতীয় রেলের। তার মধ্যেও ১১টি ক্ষেত্রে রোগী ও পড়ুয়াদের টিকিটে ছাড় দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: হোলির দিন শিশুকন্যাকে বলির উদ্দেশ্যে অপহরণ, নয়ডা থেকে গ্রেফতার ২
কোভিড পরিস্থিতির আগে রেলে মোট ৫৩টি ছাড় পাওয়া যেত। মহিলাদের ক্ষেত্রে ৫৮ বছর ও পুরুষদের ক্ষেত্রে ৬০ বছরের বেশি হলে ভাড়ার ৫০ ও ৪০ শতাংশ ছাড় পাওয়া যেত। গত ডিসেম্বর মাসে রেলমন্ত্রী জানান, এখনও সেই পুরনো ছাড় ফেরানো হচ্ছে না। মার্চ মাসেও একই সিদ্ধান্ত জারি রাখল রেল।