কেন নিষিদ্ধ করা হল 'দ্য কেরালা স্টোরি'? এবার পশ্চিমবঙ্গ সরকারকে নোটিস দিয়ে প্রশ্ন করল সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি ছিল। রাজ্যে এই ছবি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন ছবির নির্মাতারা।
কয়েকদিন আগেই দ্য কেরালা স্টোরি নিয়ে সাংবাদিক বৈঠকে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই নবান্ন ছবিটি রাজ্যে নিষিদ্ধ ঘোষণা করে। রাজ্য়ের সব প্রেক্ষাগৃহে নিষিদ্ধ ঘোষণা করা হয় ছবিটি। এরপরই সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্যের বিরুদ্ধে মামলা করা হয়।
শুক্রবার ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, ""সারা দেশে ছবিটি মুক্তি পেয়েছে। পশ্চিমবঙ্গ সারা দেশের থেকে আলাদা নয়। যদি দেশের অন্য় জায়গায় চলতে পারে, পশ্চিমবঙ্গে কেন তা নিষিদ্ধ করা হল। যদি মানুষ মনে করে সিনেমাটি দেখবে না, তাহলে দেখবে না।"