ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) জিজ্ঞাসাবাদের জন্য সময়ের আগেই ইডি দফতরে (ED Office) পৌঁছে গেলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী (Sonia Gandhi)। সভানেত্রীকে জিজ্ঞাসাবাদের দাবিতে ক্ষুব্ধ কংগ্রেস। বৃহস্পতিবার কংগ্রেস দফতরের সামনে গণ গ্রেফতারির দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেন কংগ্রেস সাংসদ ও কর্মীরা। একাধিক কর্মীকে গ্রেফতারও করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে দিল্লির আবদুল কালাম রোডে জেড প্লাস ক্যাটাগরির সুরক্ষা নিয়ে ইডির দফতরে পৌঁছন সনিয়া। গত ৮ জুন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। কিন্তু অসুস্থতার কারণে যেতে পারেননি তিনি। ইডি সূত্রে খবর, এদিন দীর্ঘক্ষণ জেরা করা হতে পারে কংগ্রেস সভানেত্রীকে। এর জন্য ৫ জনের একটি আধিকারিকের দল গঠন করেছে ইডি।
আরও পড়ুন: আইএনএস বিক্রমাদিত্যে আগুন, নৌসেনা আধিকারিকের মৃত্যু
প্রসঙ্গত, গত মাসে প্রায় ৫ বার ইডির জেরার মুখোমুখি হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রায় ৫৩ ঘণ্টা জেরা করা হয়েছে রাহুলকে। রাহুলের সমর্থনে দিল্লিতে পথে নেমেছিলেন হাজার হাজার কংগ্রেস নেতা, কর্মী ও সমর্থকরা। সনিয়া গান্ধীর জিজ্ঞাসাবাদের প্রতিবাদেও বিক্ষোভ কর্মসূচি কংগ্রেসের। অনেক রাজ্যেই পুলিশের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছেন কংগ্রেস কর্মীরা।