জল্পনার অবসান। কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন সিদ্দারামাইয়া। টানা ৪ দিন দীর্ঘ আলোচনার পর ঘোষণা কংগ্রেসের হাই কমান্ডের। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ডি কে শিবকুমার। শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বেঙ্গালুরুতে কংগ্রেস বিধায়ক দলের বৈঠক ডাকা হয়েছে। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির কেন্দ্রীয় পর্যবেক্ষকরা সেই বৈঠকে অংশ নেবেন। বুধবার দিল্লিতে কংগ্রেস হাইকম্যান্ডের সঙ্গে মুখ্যমন্ত্রী পদের দাবিদার নিয়ে দীর্ঘ বৈঠক চলে।