এনসিপির প্রেসিডেন্ট (NCP President) পদ থেকে সরে দাঁড়ালেন শরদ পাওয়ার (Sharad Pawar)। আসন্ন লোকসভা নির্বাচনেও লড়বেন না তিনি। কিছুদিন আগে মহাবিকাশ আগাড়ি জোটের শরিকরা একসঙ্গে লড়বেন কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন শরদ পাওয়ার। এরই মধ্যে মঙ্গলবার আচমকা সরে দাঁড়ানোর সিদ্ধান্ত প্রবীণ নেতার।
ভবিষ্যতে প্রেসিডেন্ট কে হবেন, তা দলের শীর্ষ নেতৃত্বের কমিটি ঠিক করবে। দল ছাড়ার আগে প্রফুল প্যাটেল-সহ একাধিক নেতার নামও করলেন পাওয়ার। ১৯৯৯ সালে এনসিপি প্রতিষ্ঠা করেন শরদ পাওয়ার। এবার রাজনীতি থেকে সরে দাঁড়ালেন প্রবীণ নেতা।
আরও পড়ুন: ইডির হাতে রোজভ্যালির বিপুল সম্পত্তি, বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ প্রায় ১২০০ কোটি টাকা
মঙ্গলবার তাঁর আত্মজীবনী প্রকাশের অনুষ্ঠানে শরদ পাওয়ার জানান, "রাজ্যসভায় আমার ৩ বছরের মেয়াদ বাকি আছে। এর মধ্যে আমি নির্বাচন লড়ব না। ১৯৬০ সালে রাজনৈতিক জীবন শুরু হয়। সোমবার মে দিবস ছিল। এরপর রাজনৈতিক জীবনে অবসর। কোথাও থামা উচিত।"