গোধরায় ট্রেনে আগুন (Godhara Case) লাগানোর ঘটনায় যাবজ্জীবন সাজা পাওয়া এক ব্যক্তির জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্টে। ১৭ বছর পর জেলবন্দি ছিল সাজাপ্রাপ্ত ফারুক। পরিস্থিতি বিবেচনা করে তাঁকে জামিনে মুক্তি দেওয়ার আবেদন জানানো হয়েছিল। বৃহস্পতিবার বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পিএস নরসিমহার বেঞ্চ গোধকা কাণ্ডের সাজাপ্রাপ্ত দোষী ফারুককে শর্তসাপেক্ষে জামিন দেওয়ার জন্য নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছে।
গুজরাত সরকারের পক্ষ থেকে এই মামলার শুনানিতে অংশ নেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি সাজাপ্রাপ্তের জামিনে মুক্তির আবেদনের বিরোধিতা করেন।
আরও পড়ুন: প্রকাশ্যে শ্রদ্ধার ডিএনএ রিপোর্ট, দেহাবশেষের সঙ্গে মৃতার বাবার ডিএনএ-তে মিল
আবেদনকারীর পক্ষের আইনজীবী জানান, গুজরাত হাই কোর্টের সাজার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে অনেকেই আবেদন করেছিলেন। কিন্তু তা এখনও বিচারাধীন আছে। এর আগে গোধরা কাণ্ডে সাজাপ্রাপ্ত একজনকে তার ক্যানসারে আক্রান্ত স্ত্রীর চিকিৎসার সহায়তার জন্য জামিন দিয়েছিল শীর্ষ আদালত।