উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে (UP Election 2022) কংগ্রেসের মুখ্যমন্ত্রী মুখ কে হবেন (CM Candidate) তা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। শনিবার একথা স্পষ্ট করে জানিয়ে দিলেন প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi Vadra)। শুক্রবার তাঁর মন্তব্য নিয়ে জল্পনা তৈরি হয়। তিনি বলেন, "উত্তরপ্রদেশের নির্বাচনে মুখ্যমন্ত্রীর মুখ আমি, এ কথা বোঝাতে চাইনি। লাগাতার প্রশ্নে মেজাজ ঠিক ছিল না। কংগ্রেসের (Congress) মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন, তা এখনও ঠিক হয়নি।"
শুক্রবার প্রিয়াঙ্কাকে প্রশ্ন করা হয়, উত্তরপ্রদেশ নির্বাচনে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ কে! সেই প্রশ্নের জবাবে তিনি পালটা প্রশ্ন করেন। তিনি বলেন, এবার উত্তরপ্রদেশ নির্বাচনে অন্য মুখ দেখা যাচ্ছে কি? সবই তাঁর মুখ। প্রিয়াঙ্কার এই মন্তব্যেই জল্পনা তৈরি হয়। শনিবার নিজেই বিষয়টি স্পষ্ট করেন। জানান, তিনি হালকা চালে এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন। তাঁকে মুখ্যমন্ত্রীর মুখ ধরে নেওয়া ভুল হবে।
আরও পড়ুন: ইন্দিরা গান্ধীর তৈরি অমর জওয়ান জ্যোতি স্থানান্তরিত করছে কেন্দ্রীয় সরকার
শুক্রবার লখনউয়ে কংগ্রেসের পক্ষ থেকে একটি অনুষ্ঠানে যোগ দেন প্রিয়াঙ্কা। সেখানে ইস্তাহার প্রকাশ এবং সাংবাদিক বৈঠক ছিল তাঁর। সেখানেই এই প্রশ্নের সম্মুখীন হন তিনি। প্রিয়াঙ্কা এদিন বিজেপি ও সমাজবাদী পার্টিতেও আক্রমণ করেন। তিনি জানান, "বিজেপি ও সমাজবাদী পার্টি একই ধরনের রাজনীতি করার চেষ্টা করছে। এই ধরনের রাজনীতি করে লাভবানও হচ্ছে তারা।"