ভোট দিতে আর বুথে যেতে হবে না। বরং দেশের বিভিন্ন প্রান্তে বসেই দেওয়া যাবে গণতান্ত্রিক অধিকার। ২০২৪ লোকসভা নির্বাচনে এমন রিমোট ভোটিং-এর (Remote Voting) ব্যবস্থা করবে নির্বাচন কমিশন (Election Commission)।
আগামী ১৬ জানুয়ারি, এই রিমোট ভোটিংয়ের মহড়া দেখতে দলগুলিকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই যন্ত্রের পোশাকি নাম রিমোট ইলেকট্রনিক ভোটিং মেশিন বা আরভিএম। এই যন্ত্রে কোনও ইন্টারনেট পরিষেবা থাকবে না। স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থা হিসেবে কাজ হবে।
আরও পড়ুন: শিক্ষককে বিয়ের দাবিতে ধর্নায় দশম শ্রেনীর ছাত্রী, হুঁশিয়ারি 'বিয়ে না করলে না খেয়েই থাকব'
কমিশন জানিয়েছে, পরিযায়ী শ্রমিক, পড়ুয়া ও কাজের সূত্রে অনেকেই ভোটের সময় নিজের জায়গায় ফিরতে পারেন না। তাঁদের জন্যই এই রিমোট ভোটিং বা ই-পোস্টার ব্যালট চালুর ভাবনা।