"দেশে গণতন্ত্রের হত্যা হচ্ছে।" কংগ্রেসের সদর দফতরে সাংবাদিক বৈঠকে এমনই জানান রাহুল গান্ধী (Rahul Gandhi Detained)। এরপরই রাহুল গান্ধী-সহ একাধিক কংগ্রেস সাংসদকে মিছিল থেকে আটক দিল্লি পুলিশের (Delhi Police)। মূল্যবৃদ্ধি, খাদ্যপণ্যে জিএসটি ও বেকারত্ব নিয়ে প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ আন্দোলন শুরু করেছে কংগ্রেস। শুক্রবার রাজধানীতে একটি মিছিলে সংসদ ভবন থেকে রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছিলেন রাহুল গান্ধী। বিজয় চক পৌঁছনোর পরই তাঁকে আটক করে দিল্লি পুলিশ।
শুক্রবার সংসদে যাওয়ার আগে কংগ্রেসের প্রধান কার্যালয়ে যান রাহুল গান্ধী। সেখানে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে রাহুলের অভিযোগ, দেশে গণতন্ত্রের হত্যা হয়েছে। মাত্র চারজন লোক একনায়কতন্ত্র চালাচ্ছে। রাহুল বলেন, "যে প্রতিবাদ করছে, তাকেই জেলে ভরে দেওয়া হচ্ছে, মারা হচ্ছে।"
আরও পড়ুন: অর্পিতার সম্পত্তি হার মানাবে কুবেরের ভান্ডারকেও,পার্থ-অর্পিতার ক’টি বাড়ির খোঁজ পেল ইডি?
দেশজুড়ে শুক্রবারও বিক্ষোভ আন্দোলন কর্মসূচি নিয়েছে কংগ্রেস। প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি আছে। রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি চলছে কংগ্রেস কর্মী সমর্থকদের। কেন্দ্রীয় বাহিনী কিছু কংগ্রেস সাংসদদের টেনে হিঁচড়ে বাসে তুলেছে বলেও অভিযোগ।