সংসদে তাঁর শহিদ বাবার নামে কুৎসা করা হয়েছে। ভাই রাহুল গান্ধীকে 'মিরজাফর' বলা হয়েছে। এরপরও সংশ্লিষ্ট মন্ত্রী বা নেতার বিরুদ্ধে পদক্ষেপ করা হয়নি। এবার নাম না করে বিজেপিকে আক্রমণ প্রিয়াঙ্কা গান্ধীর।
প্রিয়াঙ্কা গান্ধী বলেন, "সংসদে আমার শহিদ বাবার নামে কুৎসা করা হয়েছে। মাকে অপমান করা হয়। ভাইকে মীরজাফর নাম দেওয়া হয়েছে। আপনার দলের এক মুখ্যমন্ত্রী বলেছিলেন, রাহুল জানেননই না, ওঁর বাবা কে! এরপরও নেতা মন্ত্রীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ হয়নি। তাঁদের জেলে পাঠানো হয়নি।" প্রধানমন্ত্রীকে 'ভীরু' বলেও কটাক্ষ করেন প্রিয়াঙ্কা।
সংসদ থেকে রাহুল গান্ধীর অপসারণের পরই সত্যাগ্রহ সংকল্প কর্মসূচি চালাচ্ছে কংগ্রেস। সেই সভা থেকেই প্রিয়াঙ্কা বলেন, "সংসদে শহিদ পিতার অপমান করা হয়। আপনার প্রধানমন্ত্রী সংসদে বলেন, নেহরুর নাম কেন ব্যবহার করে না। পরিবারকে অপমান করেন। কিন্তু আপনার নামে কোনও মামলা হয় না। আপনাদের ২ বছরের সাজা হয় না। আপনাদের জেল হয় না। আপনাদের সংসদ থেকে বহিষ্কার করা হয় না। আপনাদের বলা হয় না, ৮ বছর আপনি নির্বাচন লড়তে পারবেন না।"