লক্ষ্য দেশের স্বাধীনতার শতবর্ষ উদযাপন। আর তার ভিত তৈরি করবেন এই দেশের মধ্যবিত্তরাই। আগামী বছর লোকসভা ভোটের আগে শেষবার লালকেল্লার ভাষণে এই দাবিই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রাজনৈতিক মহলের মতে, ২০২৪ সালের লোকসভা ভোটের প্রচার কার্যত লালকেল্লার প্রাচীর থেকেই শুরু করলেন তিনি। সেই কারণে ভাষণের শুরুতে দেশবাসীকে নিজের ১৪০ কোটি পরিবার বলেই উল্লেখ করলেন।
দাবি করলেন দেশে সা়ড়ে ১৩ কোটি মানুষের গরিব থেকে মধ্যবিত্ত হওয়ার উত্তরণ হওয়ার কথা। ঘোষণা করলেন শ্রমিক সমাজের জন্য বিশ্বকর্মা যোজনা প্রকল্পের।
আরও পড়ুন : শান্তি ফিরেছে মণিপুরে, স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে বললেন প্রধানমন্ত্রী
২০১৪ থেকে ২০২৩-- এই সময়ের মধ্যে তাঁর সরকার কী করছে, তা ফের একবার দেশবাসীর সামনে তুলে ধরলেন প্রধানমন্ত্রী। গ্যারান্টি দিয়ে নিজের আগামী পাঁচ বছরের সরকারের রূপরেখাও তৈরি করে দিলেন নরেন্দ্র মোদী। দাবি করলেন, আগামী পাঁচ বছরে ভারত অর্থনীতিতে বিশ্বের তিন নম্বরে উঠে আসবে।
কারণ, সেই রসদ এই দেশের কাছে মজুত আছে। আর এই রসদ তাঁর সরকারকে যোগাবে এই মধ্যবিত্ত সমাজ। মূল্যবৃদ্ধির সঙ্গে লড়াই করার কথা বললেও, একইসঙ্গে জানালেন সমাধান খুব দ্রুতই হবে।
মধ্যবিত্তের পাশাপাশি তাঁর স্বাধীনতার ভাষণে এদিন বেশ অনেকটা জায়গা পেল দেশের নারীশক্তি। সেই কারণে গ্রামে এবার দু কোটি লাখপতি দিদি তৈরির কথা জানালেন প্রধানমন্ত্রী।
দেশের উন্নয়নে ঘোষণা করলেন মহিলাদের ড্রোন ওড়ানোর কথা। যাঁরা এবার থেকে মাঠে গিয়ে ড্রোনের সাহায্যে কৃষিতে সাহায্য করবেন। এমনকী ড্রোন সারাবেনও।
আগামী ২৫ বছরে ভারতের লক্ষ্য বিশ্ব মিত্র হয়ে ওঠা। কারণ, করোনা কালে বিশ্বে ভারতের ভূমিকাকে এখানে উদাহরণ হিসাবে তুলে ধরেন প্রধানমন্ত্রী। দাবি করেন স্বাধীনতার শতবর্ষে আরও বিকাশিত হবে এই দেশ।
আর এই বিকাশকে এগিয়ে নিয়ে যাবেন এই দেশে কৃষক এবং শ্রমিক সমাজ। সঙ্গে যুবদের অনুপ্রেরণা।