নতুন বছরের শুরুতেই ত্রিপুরা বিধানসভা নির্বাচন (Tripura Assembly Election) নিয়ে চড়বে পারদ। ৩ জানুয়ারি ত্রিপুরা সফর করে কলকাতা ফিরবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ঠিক তার পরের দিনই একদিনের ত্রিপুরা সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
জানা গিয়েছে, ৪ জানুয়ারি ত্রিপুরায় মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে নতুন টার্মিনাল বিল্ডিংয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিকে ২ জানুয়ারি ত্রিপুরা সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আক্রান্ত তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে দেখা করবেন তিনি। ফিরবেন ৩ জানুয়ারি।
আরও পড়ুন: দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী, কী লিখলেন টুইটে?
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রীর সফরের কথা জানিয়েছেন। তিনি জানান, "৪ জানুয়ারি প্রধানমন্ত্রী একদিনের সফরে আগরতলার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন।" ত্রিপুরায় তৃণমূলের আহ্বায়ক সুবল ভৌমিক জানান, "২ জানুয়ারি আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৩ জানুয়ারি কলকাতায় ফেরার কথা তাঁর।"